এসিড মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক মোজাম্মেল
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৩, ৭:০৮:০৩ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি:
এসিড মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন সাংবাদিক মোজাম্মেল আলম ভূঁইয়া। তিনি মাইটিভি ও দৈনিক মানবকণ্ঠের সাবেক সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মহিউদ্দিন মুরাদ বিচারাধীন এসিড মামলার রায়ে তাকে বেকসুর খালাস প্রদান করেন।
সাংবাদিক মোজাম্মেলের পক্ষে আদালতে মামলাটি পরিচালনা করেন এডভোকেট মিজানুর রহমান মিজান এবং বিভিন্ন সময় তাকে সহযোগিতা করেন সিনিয়র আইনজীবি হুমায়ুন মঞ্জুর চৌধুরী, এডভোকেট পীর মতিউর রহমান, এডভোকেট প্রদীপ কুমার নাগ হারু ও নজরুল ইসলাম শেফুসহ আরো একাধিক আইনজীবি।