সুনামগঞ্জে বিএনপির মানববন্ধন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৩, ৭:১০:২৮ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি:
বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন করেছে বিএনপি।
শনিবার সকাল সাড়ে ১১ টায় সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজনে স্থানীয় পুরাতন বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সহ সভাপতি দেওয়ান জয়নুল জাকেরিন এর সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক স¤পাদক ডাক্তার সাখাওয়াত হোসেন জীবন।
এসময় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য নজির হোসেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সহ সভাপতি নাদের আহমদ, মল্লিক মঈন উদ্দিন সোহেল, এড. শেরেনুর আলী, আতম মিসবাহ, এড. মাসুক আলম, আনসার উদ্দিন, আবুল কালাম, আনিসুল হক, সহ সভাপতি মাসুক আলম, যুগ্ম স¤পাদক নুর উদ্দিন, এড. আমিরুল হক, জুনাব আলী, সাংগঠনিক স¤পাদক কামরুজ্জামান কামরুল।
এসময় বক্তারা চাল ডাল তেল কৃষি উপকরণ, শিক্ষার উপকরণসহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় সরকারের অধিনে নির্বাচন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবি জানান।