জগন্নাথপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার ২
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৩, ৭:৩১:০১ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় ২ তরুণকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের মিরপুর গ্রামে।
গ্রেফতারকৃতরা হলেন, বিশ্বনাথ উপজেলার বাইশঘর গ্রামের হোসেন মিয়ার ছেলে মারুফ আহমদ (১৯) ও জগন্নাথপুর উপজেলার পইলভাগ গ্রামের আলী উদ্দিনের ছেলে ছফির উদ্দিন (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানান, মিরপুর গ্রামের এক স্কুল ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয় বখাটে মারুফ। এতে মেয়েটি সাড়া না দেয়ায় মারুফ ক্ষিপ্ত হয়ে উঠে। এরই জের ধরে শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা মারুফ ও তার সহযোগি ছফির ওই স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায়। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই শহিদুল ইসলাম জানান, প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে মারুফ ও তার সহযোগি। এ ঘটনায় মামলা হলে রাতেই আসামীদের গ্রেফতার করা হয়। শনিবার গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।