নবনির্বাচিত মহানগর বিএনপি নেতৃবৃন্দকে আলী আহমদের অভিনন্দন
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৩, ৮:৫০:০৮ অপরাহ্ন
কাউন্সিলের মাধ্যমে তৃণমূল নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটে নবনির্বাচিত সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুবকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের মাধ্যমে সিলেট মহানগর বিএনপির কার্যক্রম আরো গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
শনিবার এক অভিনন্দন বার্তায় সিলেট জেলা বিএনপির সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, সিলেট জেলার পর সিলেট মহানগর বিএনপির কাউন্সিলে নেতৃত্ব নির্বাচন সিলেটের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। নবনির্বাচিত মহানগর বিএনপির নেতৃবৃন্দ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অগ্রনী ভুমিকা পালন করবে বলে আমার প্রত্যাশা। সুন্দর ও নিরপেক্ষ কাউন্সিল আয়োজন করায় সদ্য বিলুপ্ত মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ও দায়িত্ব পালনকারী নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জানান তিনি। বিজ্ঞপ্তি