বিএনপির ১০ দফা দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : সাবেক এমপি নাছির চৌধুরী
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৩, ৯:১৪:৩৭ অপরাহ্ন
দিরাই প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দিরাই শাল্লার সাবেক সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে। এছাড়া এদেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না। এই দাবি বাস্তবায়ন করতে বিএনপির তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে। দেশের মানুষ আজ ভাল নেই। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আজ ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। বিদ্যুৎ, গ্যাসের দাম সরকার বারবার বৃদ্ধি করে ব্যবসা বাণিজ্য শিল্প কারখানাকে ধ্বংস করে দিচ্ছে। মানুষ বেকার হয়ে পড়ছে। তাই সকল ভেদাভেদ ভুলে ১০ দফা দাবি আদায়ের আন্দোলন গড়ে তুলতে হবে।
শনিবার বিকেলে দিরাই উপজেলার জগদল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
জগদল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল ইসলামের পরিচালনায় জগদল বাজারে জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির উপদেষ্টা শাহ মুহাম্মদ আলী রব, কবির মিয়া, নাজির উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালাল মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক। বক্তব্য রাখেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।