ওসমানীনগরে স্কুলছাত্রীর লাশ, তিন দিনেও মামলা হয়নি
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৩, ৯:০৭:৪১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের ওসমানীনগরে ভবনের ছাদ থেকে স্কুলছাত্রী দিপা রানী সিংহের (১৪) রক্তাক্ত লাশ উদ্ধারের ঘটনার পর তিন দিন কেটে গেছে। এ ঘটনায় শনিবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ কাউকে আটকও করেনি। এছাড়া লাশ উদ্ধারের ঘটনায় কোনো মামলা হয়নি।
এর আগে গত বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ওসমানীনগরের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়। এ সময় তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। নির্মাণাধীন ভবনটির মালিক তাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অরুণোদয় পাল।
নিহত স্কুল ছাত্রীর বাড়ি কুমিল্লা জেলার বরুড়া উপজেলায়। তবে পরিবারের লোকজনের সঙ্গে ওই বাসায় ভাড়া থাকতো।
নিহত ছাত্রীর স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই কিশোরী তাজপুর মঙ্গলচন্ডী নিশিকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলো। বাবার ব্যবসা সূত্রে দীর্ঘদিন ধরে তারা ওসমানী নগরে থাকে। বৃহস্পতিবার ভোরের দিকে বাবার ঘুম ভাঙলে তিনি মেয়েকে বাসায় পাননি। পরে খোঁজাখুঁজি করে দেখেন, ঘরের দরজা ও ভবনের নিচের ফটকের দরজার তালা খোলা। এ সময় ঘরের দুটি মুঠোফোন পাওয়া যায়নি। পরে বিষয়টি মেয়ের মামাকে জানান পরিবারের লোকজন। খোঁজাখুঁজির একপর্যায়ে নির্মাণাধীন একতলা ভবনের ছাদে কিশোরীর লাশ পড়ে থাকতে দেখেন লোকজন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
ওই কিশোরীর বাবা পীযুষ চন্দ্র সিংহ মুঠোফোনে বলেন, মেয়ের শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে তারা এখন কুমিল্লায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হবে কি না, তা জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি পুলিশ তদন্ত করে দেখবে। এর বাইরে তিনি আর কিছু বলতে চাননি।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাঈন উদ্দিন বলেন, স্কুলছাত্রীর লাশ উদ্ধারের ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। এছাড়া পরিবারের পক্ষ থেকে কোনো যোগাযোগও করা হয়নি।
প্রসঙ্গত, ওই ছাত্রীর পরিবার যে ভবনে ভাড়া থাকতো, একই ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে গত বছরের ২৬ জুলাই সকালে প্রবাসী পরিবারের পাঁচ সদস্যকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় ৩ জন এবং পরে আরো ১ জনের মৃত্যু হয়েছিল।