শিশু’র ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৩, ৯:০৮:৪৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা থেকে ১০ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টায় উপজেলা সদরের জয়নগর থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।
তার নাম খাদিজা আক্তার। সে জয়নগর এলাকার আলতাব মিয়ার মেয়ে।
জানা যায়, শিশু খাদিজার মা প্রায় পাঁচ বছর আগে মারা যান। তার বাবা বানিয়াচং উপজেলা থাকেন, কিন্তু মেয়ের সঙ্গে কোন যোগাযোগ করতেন না। খাদিজা তার নানা বাড়িতে নানীর সঙ্গে থাকতো। হঠাৎ নানী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে খাদিজা ঘরে একা থাকতো। শুক্রবার রাতে ঘরে তীরের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় খাদিজার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্ত রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে।