মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৩, ৯:১০:৪৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আহত শিশু মারা গেছে। শনিবার ভোররাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
নিহত শিশুর নাম আব্দুস সালাম (৪)। সে মাধবপুর উপজেলার মেহেরপুর গ্রামের জলিল মিয়ার ছেলে।
এর আগে শুক্রবার বিকালে রাস্তায় খেলা করার সময় মাধবপুর-মনতলা সড়কের মেহেরপুরে একটি দ্রæতগতির মোটরসাইকেল সালামকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। এ সময় মোটরসাইকেল চালক ঘটনাস্থল থেকে দ্রæত পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৪ টার সময় তার মৃত্যু হয়।