সৌদি পতাকায় হাতে কালেমা লেখা ক্যালিগ্রাফারের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৩, ৯:২৮:৩২ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক:
মারা গেছেন সৌদি আরবের বিখ্যাত ক্যালিগ্রাফার সালেহ আল-মানসোফ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যিনি কালেমাখচিত সৌদি আরবের বর্তমান পতাকা প্রথম ডিজাইন ও অঙ্কন করেছিলেন।
শনিবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল অ্যারাবিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ৮৬ বছর বয়সে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমটি।
প্রতিবেদনে বলা হয়েছে, আল-মানসুফ ছিলেন প্রথম সৌদি ক্যালিগ্রাফার যিনি ম্যানুয়ালি শাহদা লিখতেন। ১৯৬০ এর দশকের গোড়ার দিকে তিনি সৌদি আরবের পতাকার ওপর কালেমা ও তলোয়ার আঁকেন।
ইমাম মুহাম্মদ বিন সৌদ বিশ্ববিদ্যালয়ের প্রথম দিকের অনেক স্নাতক শিক্ষার্থীর সনদপত্রের ক্যালিগ্রাফি হাতে করেছিলেন তিনি।
এই মাসের শুরুর দিকে ১১ মার্চকে ‘পতাকা দিবস’ পালনের ঘোষণা দেয় সৌদি। বাদশাহ সালমানের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইসলামিক ক্যালেন্ডারের ১৩৫৫ সালের ২৭ জিলহজ্জের সঙ্গে এই দিবসটি সম্পর্কিত। ওই দিন ইংরেজি ১৯৩৭ সালের ১১ মার্চ ছিল। সৌদির বাদশাহ আবদুল আজিজ সেই দিন দেশের জন্য পতাকা অনুমোদন করেছিলেন। ঠিক পতাকা দিবসের আগেই মারা গেলেন দেশটির বর্তমান পতাকার ডিজাইনার সালেহ আল-মানসোফ।