মৌলভীবাজারে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২৩, ৫:৪৮:২৯ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে নেছার আহমদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কাশিনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রোববার দুপুরে কলেজ প্রাঙ্গণে ওই স্থাপনার উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। পরে কাশিনাথ আলাউদ্দিন হাইস্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও জেলা পরিষদ’র চেয়ারম্যান মিছবাহুর রহমান’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য নেছার আহমদ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সামাদ মিয়া প্রমুখ। পরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন অতিথিরা।