মৌলভীবাজারে বিএনপির মানববন্ধনে হামলার ঘটনায় মহানগর বিএনপির নিন্দা
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২৩, ৬:০৪:৫৪ অপরাহ্ন
বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারে জেলা বিএনপির মানববন্ধনে হামলা এবং হামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম. নাসের রহমানসহ অন্তত ২০ জন নেতাকর্মী আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট বিএনপির নব নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মহানগর বিএনপির নেতৃবৃন্দ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আওয়ামীলীগের অতিত ইতিহাস বলে তারা কখনো গণতন্ত্র ও বাক স্বাধীনতায় বিশ্বাস করে না। তাই তারা শান্তিপূর্ণ কর্মসূচিতে কোন প্রকার বিনা উষ্কানীতে হামলা চালিয়েছে। অবিলম্বে এসব সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। না হলে দেশের শান্তিপ্রিয় মানুষ তাদেরকে প্রতিহত করবে।