কুলাউড়ায় এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২৩, ৭:০৭:৩০ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি:
কুলাউড়ায় চলতি বছরের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্ত শতাধিক কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও বিভিন্ন কলেজে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে পাঠ্য পুস্তক বিতরণ করেছে পুওর ফাউন্ডেশন রবিরবাজার। রোববার দুপুরে রবিরবাজার সুলতান কমপ্লেক্সে পাঠ্য পুস্তক বিতরণ ও সংবর্ধনা দেয়া হয় কৃতি শিক্ষার্থীদেরকে।
পুওর ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসান আল মাহমুদ রাজুর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল আহাদের সঞ্চালনায় সংবর্ধনা ও পাঠ্য পুস্তক বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সাবেক এমপি এড. নওয়াব আলী আব্বাছ খান। তিনি শিক্ষার্থীদেরকে কর্মমুখী শিক্ষা গ্রহণের পরামর্শ দিয়ে বলেন, মেধাবী শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ। বিশে^র সাথে তাল মিলিয়ে প্রতিযোগিতায় টিকে থাকতে প্রচুর পড়াশোনা করতে হবে। পুওর ফাউন্ডেশনের সামাজিক ও শিক্ষামূলক বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে বলেন, সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও প্রবাসীরা শিক্ষামূলক এসব কাজে এগিয়ে না এলে অনেক শিক্ষার্থীই অর্থের অভাবে ঝড়ে পড়তো।
বিশেষ অতিথি ছিলেন লংলা আধুনিক ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারঃ) মো. আতাউর রহমান, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য বদরুল আলম সিদ্দিকী নানু, পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কমরেড আব্দুল লতিফ ও নওয়াব আলী বাকর খান, উপজেলা আওয়ামীলীগ নেতা নওয়াব আলী সাজ্জাদ খান, ব্যবসায়ী নেতা ও প্রাক্তন ইউপি সদস্য মাসুদ রানা আব্বাছ, কাতার প্রবাসী শাহজাহান মিয়া, আওয়ামীলীগ নেতা ময়নুল ইসলাম পংকি, সাংবাদিক সৈয়দ আশফাক তানভীর, ব্যবসায়ী আব্দুল কাদির, কবি শামসুল আজাদ শামসুদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী নিশাত আক্তার, লংলা কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী কাইয়ুম আহমদ, ছাত্রলীগ নেতা শরীফ আহমদ, নবীনলীগ নেতা আলী আশরাফ তারা। পরে অনুষ্ঠানের শিক্ষার্থীদেরকে আয়োজকদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও দরিদ্র শির্ক্ষার্থীদেরকে পাঠ্য পুস্তক বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিরা।