হাওর বাঁচাও আন্দোলন’র জামালগঞ্জ ইউএনও অফিস ঘেরাও কর্মসূচি
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২৩, ৭:১৫:২৩ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি:
অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, নীতিমালা উপেক্ষা করে প্রকল্প গ্রহণ, অক্ষত-অল্প ক্ষতিগ্রস্ত প্রকল্পে বিপুল বরাদ্দ দিয়ে সরকারের অর্থ নষ্ট এবং বর্ধিত সময়েও ফসল রক্ষা বাঁধের কাজ শেষ করতে না পারায় সুনামগঞ্জের ১২ টি উপজেলায় ইউএনও অফিস ঘেরাও কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে।
রোববার বেলা ১১ টায় হাওর বাঁচাও আন্দোলনের জামালগঞ্জ উপজেলা কমিটির আয়োজনে ঘেরাও কর্মসূচিতে সুনামগঞ্জ জেলা ও জামালগঞ্জ উপজেলার হাওর বাঁচাও আন্দোলন সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।
জামালগঞ্জ উপজেলা পরিষদ গেটের সামনে ঘেরাও কর্মসূচিতে কমিটির জেলা সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন হাওর বাঁচাও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক বিজন সেন রায়, জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখ্ত বাহলুল, সাবেক সদস্য সচিব রাজু আহমেদ, সাংবাদিক শহীদ নুর আহমেদ, জামালগঞ্জ উপজেলা কমিটির সভাপতি শাহানা আল আজাদ, অঞ্জন পুরকাস্থ, আবুল কালাম প্রমুখ।