জনতা ব্যাংকের ওরিয়েন্টশন কোর্স অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২৩, ৭:২৩:১৭ অপরাহ্ন
জনতা ব্যাংকে সদ্য যোগদানকৃত সিনিয়র অফিসারদেরকে নিয়ে জনতা ব্যাংক স্টাফ কলেজ ঢাকা কর্তৃক সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে শনিবার ২ দিনব্যাপী ওরিয়েন্টশন কোর্সের উদ্বোধন করা হয়।
জনতা ব্যাংক লিমিটেড সিলেট বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন করেন। ওরিয়েন্টশন কোর্সে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক স্টাফ কলেজ ঢাকার সহকারী মহাব্যবস্থাপক মোঃ আব্দুস সালাম, সিনিয়র প্রিন্সিপাল অফিসার ফারহানা ইউসুফ ও সৈয়দ বাকী বিল্লা, প্রিন্সিপাল অফিসার মোঃ রাফিজুল ইসলাম।
এ কোর্সে স্থানীয় কো-অডিনেটরের দায়িত্ব পালন করেন বিভাগীয় কার্যালয় সিলেট এর প্রিন্সিপাল অফিসার রাজিব কুমার মিত্র ও সিনিয়র অফিসার মোঃ জিয়াউর রহমান। ওরিয়েন্টশন কোর্স জনতা ব্যাংক লিমিটেড এ সিলেট বিভাগে সদ্য যোগানকৃত ৯৭ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি