জালালাবাদ গ্যাসের বার্ষিক বনভোজন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২৩, ৭:২৫:০৩ অপরাহ্ন
জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লি. এর বার্ষিক বনভোজন সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল ৯টায় মেন্দিবাগস্থ গ্যাস ভবন থেকে বনভোজন উপলক্ষে খাদিমনগরের জালালাবাদ গ্যাস হাউজিং কমপ্লেক্সে যাত্রা করেন কর্মকর্তারা।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পেট্রোবাংলার পরিচালক (অপারেশন এন্ড মাইনস) এবং জালালাবাদ গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রকৌশলী মো. কামরুজ্জামান খান।
উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এই বার্ষিক বনভোজন পালন করা হয়। এতে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। সব শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এসময় কোম্পানির মহাব্যবস্থাপকবৃন্দ, উপমহাব্যবস্থাপকবৃন্দ, জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের নেতৃবৃন্দ, সাবেক নেতৃবৃন্দ, সিবিএ নেতৃবৃন্দসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারিসহ পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি