টাঙ্গুয়ার হাওরের পানিতে ভাসছে মৃত অতিথি পাখি
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২৩, ৮:২৮:২৬ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি:
মৎস্য ও অতিথি পাখির অভয়ারণ্য হিসেবে দেশ-বিদেশে ব্যাপক পরিচিত রয়েছে টাঙ্গুয়ার হাওরের। সেই হাওরের বিভিন্ন এলাকায় এখন মৃত অতিথি পাখি ভেসে থাকতে দেখা যাচ্ছে। গত এক সপ্তাহে শতাধিক অতিথি পাখি মারা গেছে। আর সেই মৃত অতিথি পাখি বাড়ি নিয়ে যাচ্ছেন হাওর পাড়ের মানুষ। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এমন চিত্র দেখা গেছে টাংগুয়ার হাওরের বেরবেরিয়া, রৌওয়া ও লেচুয়ামারা বিলে।
খোঁজ নিয়ে জানা যায়, টাংগুয়ার হাওরের সংঘবদ্ধ পাখি শিকারিরা বিষটোপ দিয়ে অতিথি পাখি নিধনে নেমেছে। ফলে এই বিষটোপ খেয়ে অতিথি পাখি মারা পড়ছে। শীতের তীব্রতা থেকে নিজেদের রক্ষা করতে শীত প্রধান দেশ থেকে বাঁচতে ও খাদ্যের সন্ধানে সুদুর সাইবেরিয়া, মঙ্গোলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি টাঙ্গুয়ার হাওরসহ দেশের বিভিন্ন স্থানে এসে নিজেদের জীবন রক্ষা করে। শীত মৌসুম শেষে বেশিরভাগ পাখি চলে গেলেও অনেক পাখি টাংগুয়ার হাওরেই থেকে যায়। থেকে যাওয়া এসব অতিথি পাখিই শিকারিদের হাতে মারা পড়ে।
স্থানীয় বাঙ্গালভিটা গ্রামের বাসিন্দা অজিত হাজং বলেন, গতকাল টাংগুয়ার হাওরের বেরবেরিয়া বিলে অতিথি পাখি মরে ভাসতে দেখে আমাদের বাঙ্গালভিটা গ্রামের কয়েকজন শিশু মরা পাখি নিয়ে এসেছে। ওরা বলছে বেশ কিছু মরা পাখি এই স্থানে ভেসে রয়েছে।
টাংগুয়ার হাওর পাড়ের ইন্দ্রপুর গ্রামের হাঁসের খামারী কামরুল হাসান জানান, পাখি শিকারিদের বিষ খেয়ে গত কয়েকদিন পূর্বে আমার শতাধিক হাঁস মারা গেছে। এভাবে মারা গেলে আমরা পথে বসে যাব।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা জানান, এই বিষয়ে খোঁজ খবর নিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে। বিষ দিয়ে পাখি শিকারের সাথে জড়িতদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না। তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।