অ্যামাজনের রেকর্ড পরিমাণ বন উজাড়
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২৩, ৮:২০:৩৩ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: অ্যামাজন রেইনফরেস্ট বন উজাড়ের ঘটনা ফেব্রুয়ারিতে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। এ ঘটনায় চ্যালেঞ্জের মুখে পড়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার প্রশাসন। কেননা পৃথিবীর ফুসফুস খ্যাত বনটি সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর সময়ে বড়ো ধরনের পরিবেশগত ক্ষতির মুখে পড়েছিল। দেশটির কর্তৃপক্ষ এখনও সেই পুরনো ক্ষতি পুনরুদ্ধারের চেষ্টা করছে।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলের সরকারি স্যাটেলাইটের ডাটা বলছে, ফেব্রুয়ারিতে রেকর্ড ৩২২ বর্গকিলোমিটার অ্যামাজন বন উজাড় করা হয়েছে। গত বছরের তুলনায় যা ৬২ শতাংশ বেড়েছে এবং ডাটা সংগ্রহ শুরুর পর থেকে এ হার সর্বোচ্চ।
চলতি বছরের ১ জানুয়ারি ক্ষমতায় বসেন প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তিনি সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর আমলের উচ্চহারে অবৈধভাবে বৃক্ষ নিধন বন্ধ করার কঠোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। দেশটির পরিবেশবিষয়ক মন্ত্রী মারিনা সিলভা বন উজাড় রোধে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। ব্রাজিল সরকার অ্যামাজন তহবিল আবার চালু করেছে, বনটি সংরক্ষণের জন্য যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া পরিবেশ সংরক্ষণের জন্য আবার একটি নাগরিক সমাজ পরিষদ গঠন করা হয়েছে।
পাশাপাশি প্রায় দুই দশক আগের বন উজাড় প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সফল পরিকল্পনাটিও বাতিল ও আপডেট হয়েছে। পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস ব্রাজিলের মুখপাত্র রোমুলো বাতিস্তা বলেন, ‘সরকারের পদক্ষেপগুলো গুরুত্বপূর্ণ। তবে এ ক্ষেত্রে উদ্ভাবনী উদ্যোগও প্রয়োজন। কেননা বর্তমানের অ্যামাজন ১০ বা ২০ বছর আগের মতো নেই।’ তিনি বলেন, ‘জমি দখলকারী, বন উজাড়কারী, অবৈধ খনি অনুসন্ধানকারীরা বন উজাড়ের জন্য দায়ী। এদের প্রতিহত করতে হবে।’ প্রাথমিক তথ্য ফেব্রুয়ারিতে ধ্বংসের পরিমাণ বেড়ে যাওয়ার ইঙ্গিত দেয়। এ বিষয়ে প্রেসিডেন্ট সিলভা গত মাসে সাংবাদিকদের বলেন, ‘সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে এ ধরনের কাজ করছে চক্রটি।’