জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলে নবীনবরণ
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২৩, ৮:৪৭:৩৮ অপরাহ্ন
জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজে নবীনবরণ, বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান রোববার অনুষ্ঠিত হয়।
বিকাল ৩ টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও কমান্ডার ৫২ পদাতিক ব্রিগেড, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মফিজুল ইসলাম রাশেদ, এএফডব্লিউসি, পিএসসি।
অনুষ্ঠানের শুরুতে একাদশ শ্রেণির নবীনদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বুশরা সিরাজ। নবীনদের পক্ষ থেকে বক্তব্য রাখে আব্দুল জব্বার ইমতিয়াজ। পরে অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী তাঁর বক্তব্যে সবাইকে স্বাগত জানান এবং জেসিইএসসির এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য অভিনন্দন জানান।
পরে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি ২০২২ সালের এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদেরেকে ক্রেস্ট প্রদান করেন।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী শিক্ষিকা শিউলি রানী দাস এবং সঞ্চালনায় সিনিয়র শিক্ষক শাহেদ আহমদ।বিজ্ঞপ্তি