উদঘাটিত হয়নি স্কুলছাত্রী হত্যা রহস্য, নেই গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২৩, ৮:৪৩:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের ওসমানীনগরে অষ্টম শ্রেণির ছাত্রী দিপা রানী সিংহ’র রক্তাক্ত মরদেহ উদ্ধারের চার দিনেও হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে দিপার কথিত প্রেমিকসহ কয়েকজনকে পুলিশী হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এদিকে লাশ উদ্ধার তিনদিন পর শনিবার ওই স্কুল ছাত্রীর বাবা পীযুষ সিংহ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাইন উদ্দিন জানান, এই মামলায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।
এর আগে বৃহস্পতিবার ভোরে ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারে স্কুল রোডে তাজপুর ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলকের নির্মাণাধীন একতলা ভবনের ছাদে লাশটি পাওয়া যায়। নিহত দিপা কুমিল্লা জেলার বরুড়া থানার তলা গ্রামের পীযুষ সিংহের মেয়ে ও তাজপুর মঙ্গল চন্ডি নিশি কান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্রী। দিপা পরিবারের সঙ্গে দুই বছর ধরে ওই ভবনের চারতলায় বসবাস করছে।