মাধবপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশার নারী যাত্রী নিহত
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২৩, ৮:৪৬:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের মাধবপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় সিলেট-ঢাকা মহাসড়কের মাধবপুর সদরের বাসষ্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অটোরিকশা যাত্রীর নাম হেলেনা বেগম (৪০)। তিনি উপজেলার মাধবপুর গ্রামের আব্দুল আজিজের স্ত্রী।
জানা যায়, হেলেনা ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসা শেষে বাস থেকে নেমে ব্যাটারি চালিত অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন। রোববার সন্ধ্যায় ৬টার দিকে মাধবপুর বাসষ্ট্যান্ড এলাকায় একটি কাভার্ড ভ্যান ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে মুছড়ে যায়। এতে হেলেনা বেগম ও চালক নূরে আলম গুরুত্ব আহত হন। আশংকাজনক অবস্থায় তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হেলেনাকে মৃত ঘোষণা করেন।