মৌলভীবাজারে হাওর রক্ষা সংগ্রাম কমিটির মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৩, ৫:৪৭:৫৩ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
দেশের বৃহত্তম হাকালুকি হাওরকে কৃষি প্রজেক্টের আওতায় এনে বোরো উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে ৩ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে মৌলভীবাজার হাওর রক্ষা সংগ্রাম কমিটি।
সোমবার দুপুরে প্রেসক্লাবের সন্মুখে রাজন আবদিনের সঞ্চালনায় ও সংগঠনের সাধারণ সম্পাদক জুনায়েদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এডভোকেট ময়নুর রহমান মগনু, বাপার মৌলভীবাজার সমন্বয়ক আ স ম ছালেহ সোহেল, শিক্ষক ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ শওকতুজ্জামান, ছাত্রনেতা বিশ্বজিৎ নন্দি, সাংবাদিক হোসাইন আহমদ, ডা. ফরিদ আহমদ, আলমগীর হোসেন, রিয়াজ উদ্দিন, কৃষক এলাইছ মিয়া, কৃষক সোনা মিয়া ও জেলার বিভিন্ন জায়গা থেকে আগত কৃষক, শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ।
তাদের ৩টি দাবিগুলোর মধ্যে ছিল, ফানাই নদীর চালিয়া এলাকায় স্লুইস গেট স্থাপন, নদী ও খাল খনন এবং বিলগুলোতে ইজারাদার কর্তৃক সেচ দিয়ে মাছ আহরন বন্ধ করা।
বক্তারা বলেন, বর্তমানে হাওরে পানির অভাবে কৃষকরা বোরো ধান উৎপাদন করতে পারছেনা। তাদের জমিগুলো পানির অভাবে ফেটে চৌচির হয়ে গেছে। পরিকল্পনা মাফিক পানির ব্যবস্থা করলে হাওরে প্রচুর পরিমানে বোরো ধান উৎপাদন হতো যা জাতীয় অর্থনীতিতে অবদান রাখতো। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।