নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৩, ৬:০৩:০৯ অপরাহ্ন
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের ভাদেশ্বর নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
রোববার সকাল ১১ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত গভর্ণিং বডির সভাপতি মাছুম চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষক তাহের উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুনীল চন্দ্র দাশ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. তানজিনা চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী সৈয়দ মিছবাহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাদেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান শামীম আহমদ, ময়নুল হক, আব্দুল খালিক মানিক মাস্টার, গভর্ণিং বডির সদস্য নাজিম উদ্দীন, মইজ উদ্দিন মজনু, মাস্টার জহির উদ্দিন, আখতার আহমদ জয়নাল।
অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার এবং আমন্ত্রিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।