বিশ্বনাথে নব জোয়ার যুব সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৩, ৬:৪৫:৫৪ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি:
বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের কর্মকলাপতি-মাধবপুর গ্রামে রোববার নব জোয়ার যুব সংঘের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান।
সংঘের সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও সংঘের সাধারণ সম্পাদক কয়েছ আহমদ সবুজের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কামালবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সদস্য কবির আহমদ কুব্বার, সংগঠনের উপদেষ্টা আবিদ হোসেন রুম্মান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সিলেট বিভাগীয় কমিটির আহবায়ক সাজিদুর রহমান সুহেল, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, স্থানীয় ইউপি সদস্য আব্দুল মতিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য ফখরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংঘের উপদেষ্টা বুরহানুল ইসলাম জাবেদ, সহসভাপতি হাফিজ শামছুল ইসলাম, অর্থ সম্পাদক আসাদুজামান নাহিদ।
উপস্থিত ছিলেন মাধবপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুন নূর, মুরব্বী সুয়েব আহমদ, মাওলানা আব্দুল কাদির, আব্দুল হাসিম, মুয়াজ্জিন মিয়া, গিয়াস মিয়া, শওকত মিয়া, ফজর আলী, জমির আলী, সোনাফর আলী, ফয়জুর রহমান শিশু, হুমায়ুন কবির, আব্দুল মালিক, আব্দুল কুদ্দুছ, আব্দুল খালিক, এনাম মিয়া, চমক মিয়া, ইছাক আলী, তখত আলী, মালেক মিয়া, আলকাছ মিয়া, রুহেল আহমদ, তোরাব আলী, কাছা মিয়া, সংঘের উপদেষ্টা মামুন কবির, ইমরানুর রহমান, সাজ্জাদুর রহমান, রাসেল আহমদ, আজিজুর রহমান আউয়াল।
অনুষ্ঠান শেষে নব জোয়ার যুব সংঘের ২য় প্রতিষ্ঠাবার্কিী উপলক্ষে কেককাটা হয়। এসময় অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সংঘের সদস্য মোহাম্মদ ওমর ফারুক।