সুস্থতার জন্য দোয়া চেয়েছেন সিসিক মেয়র
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৩, ৬:৫৯:২৯ অপরাহ্ন
সুস্থতার জন্য দেশবাসির কাছে দোয়া চেয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।রোববার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে নগরের বেসরকারি হাসপাতাল মাউন্ট এডোরায় (নয়াসড়ক) ভর্তি করা হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মেয়র আরিফুল হক চৌধুরী তাঁর শারিরিক সুস্থতার জন্য সিলেট নগরবাসী তথা দেশবাসির কাছে দোয়া চেয়েছেন।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, মেয়র হৃদরোগে আক্রান্ত হন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন তিনি। বিজ্ঞপ্তি