নারকেল খেয়ে ২৮ বছর
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৩, ৮:২১:১৬ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: ২৮ বছর ধরে নারকেল খেয়েই বেঁচে আছেন বালাকৃষ্ণ পলয় নামে এক ভারতীয়। দেশটির কেরালা রাজ্যের বাসিন্দা তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফাক্স ডিজিজে আক্রান্ত হওয়ার পর শারীরিক শক্তি হারিয়ে ফেলেছিলেন তিনি। এক পর্যায়ে নড়াচড়াও বন্ধ হয়ে যায় তারা। পলয় চিকিৎসার জন্য নারকেল খাওয়া শুরু করে দেখলেন বেশ ভালো বোধ করছেন। এরপর থেকেই শুধু নারকেল ছাড়া আর কিছুই খাননি তিনি।
এই ভারতীয় যে রোগে আক্রান্ত, বুক জ্বালাপোড়া ছাড়া আরও কিছু অস্বস্তি সৃষ্টি করে এই রোগে। ভুগতে হয় দীর্ঘদিন। রোগ পুরোপুরি ঠিক হওয়াও কঠিন।
পলয়ের সাাৎকার নেওয়া এক ব্যক্তি বলেন, নারকেলে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম এবং পটাসিয়ামের মতো খনিজ রয়েছে। এটি তাকে তার শক্তি ফিরে পেতে সাহায্য করেছে এবং এখন তিন ফিট এবং ভালো আছেন। তিনি শুধু নারকেল খেয়েই বেঁচে আছেন।
নারকেল খেয়ে বেঁচে থাকা পলয়ের রোগ শনাক্ত হয় তার বয়স যখন ৩৫ বছর। তিনি যখনই কিছু খেতেন, তখনই তা বমি হয়ে বের হয়ে যেত। অনেক কিছু খেয়ে রোগ দূর করার চেষ্টা করেও লাভ হয়নি। নারকেল ও নারকেলের পানি খেয়ে ভালো বোধ করতে থাকেন তিনি।
পলয় বলেন, আমি প্রতিদিন নারকেল খাই। আমার পরিবারও নারকেল চাষে যোগ দিয়েছে। আমি অনেক বছর ধরে এভাবেই বেঁচে আছি। তিনি জানান, এখন তার কোনো স্বাস্থ্যগত সমস্যা নেই। তিনি তার পারিবারিক খামার পরিচালনা করেন। ব্যায়াম এবং সাঁতার কাটেন নিয়মিত।