ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৩০ অভিবাসী নিখোঁজ, উদ্ধার ১৭
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৩, ৮:৪৭:২৭ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক:
ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে একটি নৌকাডুবির ঘটনায় ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো ৩০ জন নিখোঁজ রয়েছেন। নৌকাটিতে থাকা সকলেই ছিলেন ইউরোপে অভিবাসনপ্রত্যাশী।
এক বিবৃতিতে রোববার ইতালির কোস্ট গার্ড জানিয়েছে, লিবিয়া থেকে যাত্রা করা নৌকাডুবিটি প্রতিকূল আবহাওয়ার কারণে ডুবে যায়। উদ্ধার অভিযান চলমান রয়েছে। এতে সহযোগিতা করছে বাণিজ্যিক জাহাজ এবং ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স।
এর আগে রোববার দ্য মেডিটেরানিয়া সেভিং হিউম্যান্স দাতব্য সংস্থা টুইটারে বলেছিল, অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে নৌকাটি লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাচ্ছিল। সংস্থাটির দেয়া তথ্য অনুযায়ী, শনিবার সকালে ডুবে যাওয়ার সময় নৌকাটি লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজি থেকে ১৭৭ কিলোমিটার উত্তর-পশ্চিম উপকূলে ছিল।
কোস্ট গার্ডের বিবৃতিতে আরও বলা হয়, প্রতিকূল আবহাওয়ার কারণে একটি বাণিজ্যিক জাহাজের প্রাথমিক উদ্ধার চেষ্টা ব্যর্থ হয়। পরে লিবিয়া কর্তৃপক্ষ ইতালির সহযোগিতা চাইলে সাগরের ওই অঞ্চলে থাকা বাণিজ্যিক জাহাজগুলোকে উদ্ধার অভিযানে অংশ নেয়ার আহ্বান জানানো হয়। তবে নৌকাডুবির ঘটনায় উদ্ধার হওয়া কিংবা নিখোঁজ অভিবাসনপ্রত্যাশীরা কোন দেশের নাগরিক, প্রাথমিকভাবে তা জানানো হয়নি। সূত্র: আল-জাজিরা।