ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৩, ৬:৩২:২৭ অপরাহ্ন
দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের আলীনগরস্থ ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয়ে গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিদ্যালয় হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল আহাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মুকিত শিপন, কয়েছ আহমদ, নুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক শফিক আহমদ শফি, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য দিলাল আহমদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক দীপাংকর দেব নাথ। বক্তব্য রাখেন সহকারী শিক্ষক ফজলুর রহমান, দুলাল হোসেন, সুমন কুমার সিং, আফরোজা আক্তার, আরিফ রব্বানী।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন তানভীর আহমদ। অনুষ্ঠানে সংবর্ধিতদের বিদ্যালয়ের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি