মৌলভীবাজারে রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৩, ৭:১১:১৮ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষ্যে মৌলভীবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য-সামগ্রী ভর্তুকি মূল্যে বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন পৌর মার্কেট প্রাঙ্গণে পণ্য-সামগ্রী বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সহযোগিতায় বিক্রয় কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরিফ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) শাহিদা সুলতানা প্রমূখ।
জানা যায়, পবিত্র রমজান উপলক্ষে জেলার ৭টি উপজেলায় ৭২ হাজার কার্ডধারী পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে।