লতিফা-শফি মহিলা কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৩, ৭:২২:৪৮ অপরাহ্ন
লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি শফি আহমদ চৌধুরী বলেছেন, নারী শিক্ষা প্রসারে লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের কলেজ জীবন একটি নতুন অধ্যায়ের সূচনা। এই অধ্যায়ে তার লক্ষ্য স্থির করে সেই অনুযায়ী পড়ালেখায় মনোনিবেশ করতে হবে।
তিনি রোববার সকালে দক্ষিণ সুরমার নৈখাইস্থ লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খানের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক শারমিন সুলতানার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ ড. কবির চৌধুরী, কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহি সদস্য ডা. শামীমুর রহমান, শিক্ষাবিদ লে: কর্নেল (অব:) আতাউর রহমান পীর, দাতা সদস্য হাবিবুর রহমান চৌধুরী, দাতা সদস্য জুলহু মিয়া চৌধুরী, সদস্য আব্দুল হাই খসরু, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, বর্তমান সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, শাহ আহমেদ-উর রব, জামাল আহমদ, যুক্তরাজ্য প্রবাসী জমশেদ আলী, যুব নেতা মঈনুল ইসলাম মনজুর, কলেজের সহকারী অধ্যাপক ফখরুল ওয়াহেদ চৌধুরী প্রমুখ। ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন একাদশ শ্রেণির শিক্ষার্থী সামিরা বেগম। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি