ইসলামী শ্রমিক আন্দোলন দক্ষিণ সুরমা থানার দ্বি-বার্ষিক সম্মেলন
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৩, ৭:২৭:০৩ অপরাহ্ন
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার উদ্যোগে মঙ্গলবার রেলস্টেশন চত্ত্বরে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সহ-সভাপতি ও ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ।
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ দক্ষিণ সুরমা থানা আহবায়ক মোঃ আল আমিন তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা আরফানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মাওলানা ফয়জুল হাসান চৌধুরী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সহ-সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিদুল ইসলাম সাজুল, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট কোতোয়ালী থানার সভাপতি মোঃ আব্দুলল মুহিত সহ থানা ওয়ার্ড নেতৃবৃন্দ।
সম্মেলনে মোহাম্মদ আল আমিন তালুকদারকে সভাপতি ও মোঃ নুর হাদীকে সহ-সভাপতি ও মাওলানা সরাফাত উল্লাহ আরফানকে সাধারণ সম্পাদক করে ইসলামী শ্রমিক আন্দোলন দক্ষিণ সুরমা থানার নতুন কমিটি ঘোষনা করা হয়। বিজ্ঞপ্তি