দেশে এখন টাকার চেয়ে ডলারের দরকার বেশি : এনআরবি সেন্টারের সেমিনারে বক্তারা
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৩, ৭:৪৫:২১ অপরাহ্ন
সেন্টার ফর এনআরবি’র উদ্যোগে ‘সীমানা ছাড়িয়ে বাংলাদেশের ব্র্যান্ডিং’ শীর্ষক সেমিনার মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত হয়।
এনআরবি সেন্টারের চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে মুখ্য আলোচনা উপস্থাপন করেন সিপিডির গবেষণা পরিচালক সৈয়দ গোলাম মোয়াজ্জেম, সম্পদ ব্যক্তিত্ব হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর, ব্যাংকার আব্দুল হালিম চৌধুরী, বিমান বাহিনীর সাবেক প্রধান মাশিহুজজামান, সাবেক সচিব খান এম ইব্রাহিম, গবেষক ফজলুল করিম, মালয়েশিয়া বাংলাদেশ চেম্বারের সহ-সভাপতি জামিলুর রহমান, সাবেক পীসকিপার মেজর অবসরপ্রাপ্ত শেখ মাসুমুল হাসান, সিলেট স্টেশন ক্লাবের সভাপতি মনজুর আহমদ চৌধুরী ও ঢাকা চেম্বারের সাবেক ভাইস প্রেসিডেন্ট সুয়েব চৌধুরী।
বক্তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে টাকার চেয়ে ডলারের প্রয়োজন বেশি। এ ব্যাপারে দলাদলির উর্ধে উঠে সকল প্রবাসীদেরকে একসাথে নিয়ে কাজ করতে হবে। তারা বলেন, দেশের ভাবমূর্তি উন্নয়নে বিদেশী মূলধারা রাজনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ ও কার্যকর পদক্ষেপ জরুরি। তারা বলেন, প্রবাসী ও পীসকিপাররা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে, পাশাপাশি বৈদেশিক মুদ্রা আহরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এনআরবি সেন্টারের চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরী বলেন, প্রবাসীদেরকে ঐক্যবদ্ধ রাখার দায়িত্ব সরকারের এবং সরকারের উচিত বিদেশের মাটিতে সকল বাংলাদেশীদেরকে ঐক্যবদ্ধভাবে দেশের প্রয়োজনে কাজে ব্যবহার করার ক্ষেত্র প্রস্তুত করা। এ ব্যাপারে মিশনগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন, প্রবাসে দলাদলি করে আমরা নিজেদের শক্তি ক্ষয় করছি। এই শক্তি যৌথভাবে একমত হয়ে দেশের প্রয়োজনে ব্যবহার করা উচিত। তিনি সকলকে এই ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানান। বিজ্ঞপ্তি