সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়ার উপদেষ্টাকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৩, ৭:৫১:৫২ অপরাহ্ন
দক্ষিণ কোরিয়ায় বৃহত্তর সিলেটের আঞ্চলিক সংগঠন ‘সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়া’র উপদেষ্টা মোঃ আব্দুল্লাহ’র বাংলাদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ১২ মার্চ দক্ষিণ কোরিয়ার আনসান শহরের একটি রেস্টুরেন্টে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
সেক্রেটারি সাইফুর রহমান বশির ও ছাত্র বিষয়ক সম্পাদক সুরাইয়া আমরিন প্রিয়ার সঞ্চালনায় ও সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়ার সভাপতি অশোক দাসের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, কমিউনিটির উপদেষ্টা মীর আবু ফাহেদ সজল, মোঃ মতিন, সেক্রেটারি সাইফুর রহমান বশির, সিনিয়র সহ-সভাপতি রতন দে, সহ-সভাপতি মোহাম্মদ রুহুল আমিন, সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান নিহাদ, শাহেদ আহমদ তারেক, মোঃ মোক্তার আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান তালুকদার, হাফিজ শামীম আহমদ, অর্থ সম্পাদক সুরঞ্জিত দাস সহ কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি মহিলা উদ্যোক্তা মুক্তা আক্তার। বিজ্ঞপ্তি