কুলাউড়ায় মাধ্যমিক শিক্ষকদের অবস্থান ধর্মঘট
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৩, ৭:৫৬:১৯ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি:
কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে শিক্ষক কর্মচারীদের চাকুরীসহ শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবীতে চলমান আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে অবস্থান ধর্মঘট ও সমাবেশ কর্মসূচী পালন করা হয়েছে। মঙ্গলবার বেলা ২ টায় কুলাউড়া শহরস্থ বঙ্গবন্ধু উদ্যানে শিক্ষক সমাবেশ ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুল কাদির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন এর পরিচালনায় কর্মসুচীতে বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আবুল মনসুর, সহ-সভাপতি সাইদুর রহমান, প্রধান শিক্ষক সৈয়দ মুহাম্মদ আলী, প্রধান শিক্ষক সাহিদ আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক আফিয়া বেগম, সহঃ প্রধান শিক্ষক অজয় চন্দ্র দে, জয়ন্ত মালাকার ও আতিকুর রহমান, যুগ্ম-সম্পাদক মুজাহিদুল ইসলাম ও রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, সাহিন আহমদ, আতিকুর রহমান, মোঃ আজিজুর রহমান ও মুজাহিদুল ইসলাম, শিক্ষক নেতা নজরুল ইসলাম, ইউসুফ আলী, ছাদিকুর রহমান ও দুদু মিয়া প্রমুখ। এছাড়াও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ।
সভায় বক্তারা দাবী আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি পালনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের আন্দোলন আরও তীব্রতর করার আহ্বান জানান। মানববন্ধন কর্মসুচীতে উপজেলার সকল মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মচারীরা নিজ নিজ ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন।