চা বাগানে শ্রমিকের ঝুলন্ত লাশ
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৩, ৮:৪৮:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাগান থেকে এক চা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে নোয়াপাড়া চা বাগান থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
ওই শ্রমিকের নাম লাচানা শুক্ল বৈদ্য (৫০)। তিনি নোয়াপাড়া চা বাগানের বিষ লাইন এলাকার বাসিন্দা।
জানা যায়, মঙ্গলবার সকালে শ্রমিকরা চা বাগানে কাজ করতে গেলে বাগানের ভিতরে লাচানা শুক্ল বৈদ্যর ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ময়না তদন্ত শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।