আভিজাত্য দেখাতে বন্যপ্রাণী সংগ্রহ, সক্রিয় চোরাচালানী চক্র
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৩, ৯:০২:০৯ অপরাহ্ন
জালালাবাদ রিপোর্ট: বন্যপ্রাণীর প্রতি অভিজাতদের একটা আকর্ষণ অনেক পুরনো। অনেকেই শখ করে বাড়িতে বন্যপ্রাণী পুষে থাকেন। অনেকেরই আবার ব্যক্তিগত সংগ্রহে বন্যপ্রাণী বা বন্যপ্রাণীর চামড়া-দাঁত-শিংসহ দেহের অংশবিশেষ দেখা যায়, যা মূলত অবৈধ উপায়ে সংগ্রহ করা। মূলত পাচারকারীদের কাছ থেকে বা স্থানীয় চোরাই বাজার থেকে এসব বন্যপ্রাণী ও বন্যপ্রাণীর অঙ্গপ্রত্যঙ্গ সংগ্রহ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ইদানীং আবার নতুন করে দেখা দিয়েছে ব্যক্তিগত সংগ্রহের বাইরে ব্যক্তিমালিকানাধীন বাগানবাড়ি, রিসোর্ট বা প্রমোদ কেন্দ্রগুলোয়ও অননুমোদিত উপায়ে সংগৃহীত বন্যপ্রাণী রাখার প্রবণতা। এগুলোর জন্য দেশে এখন বন্যপ্রাণী কেনাবেচাকেন্দ্রিক সিন্ডিকেট গড়ে ওঠার তথ্যও পাওয়া যায়। অভিজাতদের এই শখের পথ ধরে চোরাচালানীর একটি বড়ো ক্ষেত্র হিসেবে দেশের নিরাপত্তা ব্যবস্থা হুমকির মুখে পড়তে পারে বলেও আশঙ্কা বিশেষজ্ঞদের।
এরই মধ্যে আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচার কার্যক্রমের বড়ো একটি কেন্দ্র হিসেবে বিভিন্ন মাধ্যমে বাংলাদেশের নাম উঠে এসেছে। বেশকিছু গবেষণায় এর সপক্ষে নানান পরিসংখ্যান ও তথ্য-উপাত্ত পাওয়া গেছে। বন্যপ্রাণী চোরাচালানের আন্তর্জাতিক রুটে সরবরাহকারী ও গন্তব্য দুই ভূমিকাই পালনের অভিযোগ রয়েছে বাংলাদেশী চোরাকারবারিদের বিরুদ্ধে। আবার দেশের মধ্যেই তারা গড়ে তুলেছে বন্যপ্রাণী কেনাবেচার বাজার, যার ক্রেতাদের বড় অংশ হলো অভিজাতরা। তবে বন্যপ্রাণী অপরাধ দমনে জড়িতরা এসব গবেষণা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের দাবি যথাযথ নিয়মে এসব গবেষণা হয় না।
গত কয়েক বছরে বাংলাদেশকে কেন্দ্র করে আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারকারী নেটওয়ার্কগুলোর সক্রিয়তা বেড়েছে। এরই মধ্যে বিভিন্ন মাধ্যমে আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারের বড়ো একটি রুট হিসেবে বাংলাদেশের নাম উঠে এসেছে।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে ইউনিটটি পাচার বা বিক্রির সময়ে মোট ২ হাজার ৭৫৩টি বন্যপ্রাণী উদ্ধার করে প্রকৃতিতে অবমুক্ত করতে সক্ষম হয়েছে। এছাড়া চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে উদ্ধার হয়েছে যথাক্রমে ৩১৫ ও ১০৮টি। উদ্ধারকৃত প্রাণীগুলোর মধ্যে বিভিন্ন প্রজাতির সরীসৃপ, ভালুক, বনবিড়াল, শিয়াল, বানর, হরিণ ও হনুমানের সংখ্যাই বেশি। অননুমোদিত পন্থায় অভিজাতদের বন্যপ্রাণী সংগ্রহের বিষয়টি দেশের জন্য বড়ো বিপদের কারণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
চলতি বছরের জানুয়ারিতে মালি থেকে আনা চারটি বিপন্ন প্রজাতির গ্রিভেট বানর আটক করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ফ্রেইট ইউনিট। অননুমোদিতভাবে আমদানীকৃত বানরগুলোকে নিয়ে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটকে চিঠি পাঠান বিমানবন্দর কর্মকর্তারা। পরে বন বিভাগের কর্মকর্তারা সেগুলোকে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে কোয়ারেন্টিনের জন্য ছেড়ে দেন। এ জাতীয় বানরের একেকটির মূল্য সাড়ে ৪ হাজার ডলার বা তার বেশি।
এরআগে গতবছর এক সংসদ সদস্যের বাগানবাড়ি থেকে তিনটি হনুমান জব্দ করেন বন বিভাগের কর্মকর্তারা। বিপন্ন প্রজাতির এ হনুমান লালন-পালন করা আইনে নিষিদ্ধ হলেও তা জানতেন না বলে তখন জানান ওই সংসদ সদস্য।
যুক্তরাষ্ট্র, চীন ও হংকংয়ের তিন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের এক যৌথ গবেষণা প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে পাচারকৃত বন্যপ্রাণীর বড়ো ক্রেতা এখন অভিজাত-ধনী সম্প্রদায়ের মানুষরা। তাদের অনেকেই শুধু আভিজাত্য প্রদর্শনের জন্যই এসব প্রাণী বা প্রাণীর অঙ্গপ্রত্যঙ্গ (চামড়া, হাড়, দাঁত, শিং ইত্যাদি) সংগ্রহ করে থাকেন। ‘লন্ডারড অ্যালাইভ? দ্য ট্রান্সন্যাশনাল ট্রেড ইন ওয়াইল্ড ফেলিডস থ্রু বাংলাদেশ’ শিরোনামে প্রতিবেদনটি গত ডিসেম্বরে প্রকাশ হয়েছে।
বিপন্ন প্রজাতির বাঘ বা বিড়াল গণভুক্ত বন্যপ্রাণী বৈধভাবে আমদানি বা রফতানি করতে হলে সিআইটিইএসের পারমিটের প্রয়োজন হয়। বিভিন্ন সময়ে এ পারমিটের অপব্যবহারের অভিযোগও উঠেছে। এক্ষেত্রে অনুমোদিতের চেয়ে বেশি সংখ্যক প্রাণী আমদানি, পারমিট পুনর্ব্যবহারের অভিযোগও রয়েছে বলে যুক্তরাষ্ট্র, চীন ও হংকংয়ের গবেষকরা দাবি করেছেন।
চোরাচালান প্রতিরোধে ব্যর্থতার কারণে বিভিন্ন দেশকে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে নানা বিড়ম্বনার মুখেও পড়তে হচ্ছে। বাংলাদেশে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) জাতীয় কমিটির চেয়ারম্যান রাশেদ আল মাহমুদ তীতুমীর এ বিষয়ে বলেন, বন্যপ্রাণী পাচার দেশের জন্য হুমকির কারণ হয়ে উঠতে পারে। এটিকে ছোটো করে দেখার কোনো উপায় নেই। এখানে আলোচ্য বিষয় হলো তিনটি। প্রথমত, দেশে বিপন্ন প্রজাতির সংখ্যা বৈশ্বিক গড়ের চেয়ে বেশি। দ্বিতীয়ত, আইনি কাঠামো যেমন প্রতিপালন হয় না; তেমনি আবার ফাঁকফোকরের অপব্যবহারেরও চেষ্টা আছে। তৃতীয় বিষয় হলো মানব পাচার যেমন দেশকে একধরনের হুমকি বা ঝুঁকির মধ্যে ফেলতে পারে, তেমনি বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করতে না পারা এবং এগুলোর পাচার দমনে ব্যবস্থা নিতে না পারাও অনেক ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণ হতে পারে।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মো. ছানাউল্যা পাটওয়ারী বলেন, বাংলাদেশে আগের চেয়ে অনেক বন্যপ্রাণী পাচার কমেছে। অনেক ক্ষেত্রে বিদেশী বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে আসে বাংলাদেশে বন্যপ্রাণী পাচার বেড়েছে। কিন্তু সে গবেষণাগুলোর যথার্থতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে। বিদেশীরা তো আমাদের দেশে এসে কোনো গবেষণা করে না। তারা বাংলাদেশী কারো সহযোগিতা নিয়ে গবেষণা করে।
বন্যপ্রাণী পাচার ইস্যু বাংলাদেশকে কোনো ঝুঁকিতে ফেলবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমার অভিজ্ঞতা বলছে কোনো নিষেধাজ্ঞায় আমরা পড়ব না। কারণ বাংলাদেশ আন্তর্জাতিকভাবে দশ নম্বর রুট। বাঘ, হাতির দাঁত এ ধরনের বড়ো বড়ো বন্যপ্রাণী বা প্রাণীর অঙ্গপ্রত্যঙ্গ পাচার এখন আমাদের দেশে হয় না বললেই চলে। কিছু পোষা প্রাণী পাচার হচ্ছে। এতে ঝুঁকিতে পড়ব বলে মনে হয় না। কিন্তু সমস্যার আশঙ্কা যে নেই এ কথাও নিশ্চিত করে বলা যায় না।