আন্তর্জাতিক পাই দিবসে আরটিএম আল কবির ইউনিভার্সিটিতে সভা
প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০২৩, ৬:০২:৩৬ অপরাহ্ন
আন্তর্জাতিক পাই দিবস উপলক্ষে আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে দিনব্যাপী অনুষ্ঠানমালা মঙ্গলবার দুপুরে নগরীর শাহী ঈদগাহস্থ ইউনিভার্সিটির হল রুমে অনুষ্ঠিত হয়।
ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ ফিতা কেটে দিবসের সুচনা করেন। সোকার বট ও বট রেসিংসহ রোবটিক্স কম্পিটিশন, ম্যাথ কুইজ, পাই ম্যামরাইজেশন কনটেস্ট, গেমিং কন্টেস্ট, প্রজেক্ট এক্সিবিশন ও পুরস্কার বিতরণ করা হয়।
ইউনিভার্সিটির ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ও ইউনিভার্সিটি রোবোটিকস ক্লাবের চেয়ারম্যান মোঃ মাহমুদুল আলম মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক উপদেষ্টা মাজেদ আহমেদ চঞ্চল।
বক্তব্য রাখেন বিজনেস এন্ড বাংলাদেশ স্টাডিজ ফ্যাকাল্টির ডীন প্রফেসর ড.তোফায়েল আহমদ, পরীক্ষা নিয়ন্ত্রক ড. এস এম ফরিদুল ইসলাম লতিফী, প্রক্টর ও সহযোগী অধ্যাপক আবু ছায়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান আব্দুল আউয়াল আনসারী, ইংলিশ ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান নুসরাত রিকজা ও ফ্যাসন ডিজাইন ডিপার্টম্যান্টের প্রধান মুশহিবা খানম সমো।
ইউনিভার্সিটির প্রভাষক অনামিকা বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কৃত করার পাশাপাশি প্রধান অতিথিকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ডিপার্টম্যান্টের শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি