পুলিশ কমিশনারের সাথে ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০২৩, ৭:৫৮:৫৭ অপরাহ্ন
এসএমপি সদর দপ্তর সম্মেলন কক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ ইলিয়াছ শরীফ, বিপিএম (বার), পিপিএম এর সাথে বুধবার সিলেটের বিভিন্ন ব্যাংক কর্মকর্তাবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ কমিশনারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মুঃ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ ও ডিবি) মোহাঃ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক ও ইএন্ডডি) মোহাম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি এন্ড মিডিয়া) সুদীপ দাস সহ বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, বিসিবিএল ব্যাংক, ইসলামী ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, পূবালী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, মধুমতি ব্যাংক, উত্তরা ব্যাংক, ব্রাক ব্যাংক, আল ফালাহ ব্যাংক, বেসিক ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ওয়ান ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এনআরবি ব্যাংক, আল-আরাফা ব্যাংক, ইস্ট্রার্ন ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক, জনতা ব্যাংক, এবি ব্যাংক, যমুনা ব্যাংক, ব্যাংক এশিয়া, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক সমূহের প্রতিনিধিবৃন্দ। বিজ্ঞপ্তি