দক্ষিণ সুরমা থানা নয়া ওসি শামসুদ্দোহা
প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০২৩, ৮:৪৬:৫৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদল করা হয়েছে। নতুন ওসি হয়ে আসছেন মো. শামসুদ্দোহা (পিপিএম)। তিনি এসএমপি কোর্টে পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেন এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস জানান, বর্তমান ওসি মো. কামরুল হাসান তালুকদারের স্থলাভিষিক্ত হচ্ছেন শামসুদ্দোহা।
এদিকে, দক্ষিণ সুরমা থানায় সদ্য পদায়নকৃত ওসি শামসুদ্দোহা মোগলাবাজার থানাসহ সিলেটের কানাইঘাট ও বিশ্বনাথ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করেন।