কুলাউড়ায় শাহকালা’র ওরুস ২১ মার্চ
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৩, ৫:৪৩:১০ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি:
কুলাউড়া উপজেলাধীন বরমচালের খাদিমপাড়াস্থ শাহকালা (রহঃ) এর ৬৭২ তম ৩ দিনব্যাপী বার্ষিক ওরুস আগামী ২১ মার্চ মঙ্গলবার থেকে শুরু হবে।
শাহকালা (রহঃ) দরগাহ শরীফের এর খাদিম ও মোতাওয়াল্লী সৈয়দ আজমল আলী শাহ জানান, আগামী ২১ মার্চ মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ৩ দিনব্যাপী ওরুসে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, জিকির, মিলাদ ও দোয়ার আয়োজন রয়েছে। ২৩ মার্চ বৃহস্পতিবার ভোররাত ৩.১৫ মিনিটে আখেরী মোনাজাতের মাধ্যমে ৩ দিনব্যাপী ওরুস সম্পন্ন হবে। তিনি ৩ দিনব্যাপী ওরুসে আশিকান ও ভক্তবৃন্দদের উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সফল করতে সহযোগিতা কামনা করেন।