শাহপরান জামেয়ার ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৩, ৫:৫৮:৩৮ অপরাহ্ন
নগরীর পীরমহল্লাস্থ শাহপরান জামেয়া ইসলামিয়া মাদরাসার উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও তামাদ্দুনিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বুধবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ লে. কর্নেল এম. আতাউর রহমান পীর (অব.)।
শাহপরান জামেয়া ইসলামিয়া মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে মাদরাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জালালাবাদ ইন্টারন্যাশনাল আলিম মাদরাসার পরিচালক (শিক্ষা) শাহজাহান আলী।
মাদরাসার সুপার (ভারপ্রাপ্ত) শেখ আবু ছালেহ মুছার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদরাসা পরিচালনা কমিটির সদস্য আনোয়ার হোসেন পাঠান, মাদরাসার শিক্ষিকা রাবেয়া বেগম, হাফিজ আবুল খায়রাত, হাফিজ মাওলানা এখলাসুর রহমান, সুফিয়া বেগম, ফৌজিয়া আক্তার, আনজুম আরা, মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা আবদুল মালিক প্রমুখ। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বিজ্ঞপ্তি