বায়োগ্যাস ও ভার্মিকম্পোস্ট উদ্যোক্তাদের প্রশিক্ষণ সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৩, ৬:০১:৪১ অপরাহ্ন
সিলেট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আলমগীর কবির বলেছেন, আর্থ সামাজিক উন্নয়নে উদ্যোক্তাদের অবদান সবচেয়ে বেশি। উদ্যোক্তারা নিজেদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখেন।
আশা’র উদ্যোগে সুবিধাবঞ্চিত সদস্যদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরির লক্ষ্যে বায়োগ্যাস ও ভার্মিকম্পোস্ট প্রকল্পের উদ্যোক্তাদের জন্য আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার নগরীর আম্বরখানাস্থ একটি হোটেলে ৩০জন সদস্যদেরকে নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
আশা সিলেট-এর সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার এমজি রায়হানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন আশা সিলেট সদর অঞ্চলের আরএম মুজিব শেখ, সদর জেলার এএসই সুব্রত কুমার বর্মন, সদর-০১ শাখার ম্যানেজার মোঃ ফরিদ মিয়া ও আশা (বায়োগ্যাস)-এর টেকনিক্যাল অফিসার শাহিন শেখ, আশা (ভার্মিকম্পোস্ট) প্রশিক্ষক সাজ্জাদুল ইসলাম প্রমুখ।