শান্তিগঞ্জে প্রতিপক্ষের উপর হামলা, গুলিবিদ্ধ ৩
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৩, ৬:৫৪:১৩ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার উফতিরপাড় গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের উপর গুলি করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে এই ঘটনা ঘটে। এতে ৩ জন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় ৩ জনকে আটক করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।
জানা যায়, গ্রামের সাইফুল মিয়াসহ গ্রাম পঞ্চায়েতের সাথে গ্রামের আমির আলীর পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গ্রামের চার গোষ্ঠীর চাপে অন্যত্র অবস্থান করছিলেন আমির আলীর পরিবার। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় এক আত্মীয় মারা গেলে মরদেহ দাফন করতে গ্রামে আসেন আমির আলী ও তার স্বজনরা। বুধবার দিনে আমীর আলীর বাড়িতে বহিরাগত কিছু লোকজন আসেন। তাদের সাথে কিছু আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হয়েছে এমন খবর প্রচার হলে গ্রামে উত্তেজনা সৃষ্টি হয়। গ্রামবাসী কোনো কিছু বুঝে উঠার আগেই বৃহস্পতিবার সকালে ৯ টার দিকে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রতিপক্ষের লোকদের উপর হামলা চালানোর অভিযোগ পাওয়া যায়। এসময় গ্রামের অপর গোষ্ঠীর লোকজন হামলার প্রতিরোধ করতে চাইলে সংঘর্ষ সৃষ্টি হয়। সংঘর্ষ চলাকালীন সময়ে গুলিতে গ্রামের আব্দুল জলিলের ছেলে নূর আলম (৩৫), উস্তার উল্লার ছেলে আলীপাশা (৪০) ও মনর উদ্দিনের ছেলে ফজলু মিয়া (৩০) গুলিবিদ্ধ হন। এছাড়া একজন নারীসহ আরও ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আহতরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল ও সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে শান্তিগঞ্জ থানা পুলিশ।
ঘটনার সত্যতা স্বীকার করে অতিরিক্ত পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) সুবাশীষ ধর বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরিবেশ এখন পুলিশের নিয়ন্ত্রণে। অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। অনুসন্ধান চলছে। অভিযোগ পেলে বিহীত ব্যবস্থা গ্রহণ করার কথা জানান তিনি।