সিলেটে তিন ইউপিতে আ’লীগের হার
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৩, ৭:৪৩:২২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের দুই উপজেলার ৮ ইউনিয়ন শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এই ভোটগ্রহণ হয়।
রাত পৌনে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ৮ ইউপিতে দুইজন বিএনপি সমর্থিত প্রার্থী ও একজন জামায়াত সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেট সদর উপজেলার টুকের বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী চা শ্রমিক নেতা রাজু গোয়ালাকের হারিয়ে আনারস প্রতীকের প্রার্থী জামায়াত নেতা মো. সফিকুর রহমান বিজয়ী হয়েছেন।
অপরদিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীকে পরাজিত করে দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা আহমেদ জিলু। তিনি আনারস প্রতীকে ভোট প্রতিদ্বন্দ্বিতা করেন।
একই উপজেলার ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সাবেক ছাত্রদল নেতা আবজাল হোসাইন। তিনি ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।