মখলিছুর রহমান ডিগ্রি কলেজে আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৩, ৭:৫৪:৪৮ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমদ বলেছেন, আমরা এখন আর ভিক্ষুকের জাতি নয়। আমরা এখন সাহায্য করছি। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষকদের নানা সুযোগ সুবিধা বৃদ্ধিসহ শিক্ষার্থীদেরও নানাভাবে সহযোগিতা করা হচ্ছে।
মৌলভীবাজার সদর উপজেলায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান মোঃ মখলিছুর রহমান ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
বৃহস্পতিবার সকালে কলেজ মাঠে বার্ষিক ওই অনুষ্ঠান সম্পন্ন হয়। কলেজের প্রতিষ্ঠাতা সাবেক বৃটিশ কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা এম এ রহিম সিআইপির ছোট ভাই কলেজের আজীবন দাতা সদস্য শিক্ষানুরাগী মোঃ মুজিবুর রহমান মুজিব এর সভাপতিত্বে ও কলেজের প্রভাষক নিরুপম দাশ এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান। বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহ আল ফারুক, কলেজ গভর্ণিং বডির অভিভাবক সদস্য মোঃ হুমায়ুন কবির, নাজিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবু সাঈদ শুকুর, প্রভাষক অর্ধেন্দু বিকাশ দে প্রমুখ।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, গর্ভণিং বডির সদস্য, অভিভাবক, শিক্ষানুরাগী, সাংবাদিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।