খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৩, ৭:৫৮:২১ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার মজলিসে শূরার সমাপনী অধিবেশন শহরের জামেয়া আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসার কনফারেন্স হলে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শুরু হওয়া মজলিসে শূরার সমাপনী অধিবেশন সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা মুফতী হাবিবুর রহমান কাসেমী।
সহ সাধারণ সম্পাদক মাওলানা মুফতী হিফজুর রহমান হেলাল ও সহ সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত শুরায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজীজ।
শূরায় ২০২৩-২৪ সেশনের জন্য উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে শাইখুল হাদীস মুফতী মাওলানা হাবিবুর রহমান কাসেমীকে সভাপতি ও মুফতী মাওলানা হিফজুর রহমান হেলাল রাজনগরীকে সাধারণ সম্পাদক করে ৩৪ সদস্য বিশিষ্ট বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার কমিটি পুনর্গঠন সম্পন্ন হয়।