সিলেটে কালবোশেখীর আভাস
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৩, ৮:২৯:৪৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটে আগামী সপ্তাহে আবারও কালবোশেখীর আভাস পাওয়া গেছে। আগামী রবি ও সোমবার এই সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সজিব হোসাইন জানানম পাঁচদিনের আবহাওয়া বিশ্লেষনে সিলেটে বৃষ্টি ও বজ্রসহ বৃৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবি ও সোমবার তা একটু তীব্র হতে পারে।
এদিকে বৃহস্পতিবার রাতেও সিলেটে ৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এরআগে বুধবার ভোর রাতেও প্রচন্ড শক্তির কালবোশেখী সিলেটে আঘাত হানে। ঝড়ের সাথে শিলাবৃষ্টিতে বোরো, সবজি, লিচু ও আম মুকুল তিগ্রস্ত হয়।