ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৩, ৮:৩৩:৪৪ অপরাহ্ন
শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের দুইজন শিক্ষার্থী বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাওয়ায় তাদের পুরস্কৃত করা ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গনির সভাপতিত্বে ও সহকারী শিক্ষক লুৎফুর রহমান জাবেদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ আহমদ, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেরুন নেছা একাডেমী ও মনোহর আলী নূরানী কিন্ডারগার্টেনের চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল, শিক্ষানুরাগী কামরুজ্জামান, ছাতক ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব আবুল হাসান, যুব ও সমাজ কল্যাণ সংস্থার সেক্রেটারী মুরাদ আহমদ, ভিশন ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারী মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল, ছাতক লাল পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সেক্রেটারী নজরুল ইসলাম।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সাবেক সদস্য শামছুর রহমান ছাদিক, ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড মেম্বার বাহার উদ্দিন, ৭নং ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান সাজ্জাদুর রহমান, ৫নং ওয়ার্ড মেম্বার সিরাজ মিয়া, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, যুব ও সমাজ কল্যাণ সংস্থার সদস্যবৃন্দ, ভিশন ওয়েলফেয়ার সোসাইটির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি