সিলেটে ট্রাফিক পুলিশের ৮ সদস্য পুরস্কৃত
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৩, ৮:৪৬:০৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সড়কের শৃঙ্খলা রক্ষা, দুর্ঘটনা রোধ ও মহানগরবাসীকে ট্রাফিক আইনের প্রতি উৎসাহিত করার ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা রাখায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগের ৮ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে।
বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে এই ৮ জনের হাতে নগদ অর্থপুরস্কার তুলে দেন এসএমপি’র উপ-কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ আবদুল ওয়াহাব।
পুরস্কারপ্রাপ্তরা হলেন- টিআই নীহার রঞ্জন সিংহ, সার্জেন্ট সঞ্জয় কুমার বিশ্বাস, টিএসআই শাহীন কবির, টিএসআই মো. শাহজাহান, এটিএসআই আব্দুল আমিন এবং কনস্টেবল মো. ইউসুফ আলী, আব্দুর রাজ্জাক ও বিষ্ণু কুমার সিংহ।