শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৩, ৮:৫১:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শনিবার সিলেট নগরের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না। বৃহস্পতিবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন এক বিজ্ঞপ্তি এ তথ্য জানান।
এতে বলা হয়- রমজানে সিলেটে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে মহানগরের কয়েকটি এলাকায় শনিবার সঞ্চালন লাইন ও ট্রান্সফরমারের জরুরী মেরামত এবং সংরক্ষণ কাজ করা হবে। ফলে ওইদিন সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত শাহজালাল উপশহরের এ, বি, সি, ডি ও জে ব্লক, তেররতন, সোনারপাড়া, মজুমদারপাড়া, পূর্ব মিরাবাজার, দর্জিপাড়া, খারপাড়া, কুশিঘাট, টুলটিকর, মিরাপাড়া, কল্যানপুর, শাপলাবাগ, মেন্দিবাগ এবং নোয়াগাঁও এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।