আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে সিলেট
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৩, ৩:৩০:৪৯ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক:দীর্ঘ তিন বছরের বিরতি কাটিয়ে সিলেটে ফিরতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। কাল থেকেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তাতে উচ্ছ্বসিত সিলেটের ক্রিকেট ভক্তরা।
এদিকে, আয়ারল্যান্ড সিরিজ সামনে রেখে সিলেট পৌঁছেছে বাংলাদেশ দলও। বৃহস্পতিবার পৌছেই অনুশীলন করে দলটি। বেলা পৌনে ১১টার ফ্লাইটে টাইগারদের প্রথম বহর সিলেটের উদ্দেশে রওনা দেয়। সে বহরে আট ক্রিকেটারসহ কোচিং স্টাফ ও ম্যাচ অফিশিয়ালরা সিলেটে পৌঁছান।
এদিকে ওই বহরে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল যোগ দেননি। তিনি আলাদাভাবে সিলেটে পৌঁছান। আর অলরাউন্ডার সাকিব আল হাসান দলের সঙ্গে যোগ দেবেন আজ। সিলেট পৌঁছে কয়েকজন ক্রিকেটার ঐচ্ছ্বিক অনুশীলন করেছেন।
অনুশীলনে একটি খারাপ খবরও মিললো। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন সিলেটের লোাকল বয় জাকির হাসান। কাল অনুশীলনের সময় বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পেয়েছেন এ ব্যাটসম্যান। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছিলেন তিনি। জানা গেছে, জাকিরের সুস্থ হতে প্রায় তিন সপ্তাহ সময় লাগবে। ফলে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা হবে না তার। অন্যদিকে সুস্থ নেই দলের সঙ্গে সিলেট আসা ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও। জ্বরে ভুগছেন তিনি।
এখন পর্যন্ত প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করেছে বিসিবি। আগামী মাসের শুরুতে একমাত্র টেস্টের আগে সুস্থ হতে পারেন জাকির। ক্যারিয়ারে দুটি টেস্টের সঙ্গে একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন এ ব্যাটসম্যান।
র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও আয়ারল্যান্ডকে সহজভাবে নিচ্ছেন না লাল-সবুজের প্রতিনিধিরা। তবে সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে খেলা টি-টোয়েন্টি সিরিজের সুখস্মৃতি আরও একটি বাংলাওয়াশের আত্মবিশ্বাস জোগাচ্ছে স্বাগতিকদের।
কাল ১৮ মার্চ অনুষ্ঠিত হবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের প্রথম ওয়ানডে। পরে ২০ ও ২৩ মার্চ সিলেটে বাকি দুটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। সিলেট পর্ব শেষে ২৭, ২৯ ও ৩১ মার্চ চট্টগ্রামের সাগরিকায় হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর একমাত্র টেস্টটি মিরপুরে শুরু হবে ৪ এপ্রিল।
এদিকে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজকে সামনে রেখে টিকেটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সর্বনিম্ন ২০০ টাকায় পাওয়া যাবে ম্যাচের টিকেট। মোট পাঁচ ক্যাটাগরিতে বিক্রি হওয়া টিকেটের সর্বোচ্চ মূল্য ১৫০০ টাকা।
টিকেট পাওয়া যাবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের মেইন গেট সংলগ্ন টিকেট বুথ ও সিলেট জেলা স্টেডিয়াম টিকেট কাউন্টারে। ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন মিলবে টিকেট। এছাড়া অনলাইনে বিসিবির ওয়েবসাইট থেকে মিলবে ম্যাচের টিকেট।